ঘাসফুল, মসরোজ, টাইম ফুল
ঘাসফুল গাছে প্রায় সারা বছর ফুল ফোটে। বীজ ও ডাল থেকে চারা করা যায়।
বিভিন্ন রাঙ ও প্যাটার্নের ফুল।
লাল, সিঙ্গেল পাপড়ি।
হলুদ, সিঙ্গেল পাপড়ি।
হলুদ, সিঙ্গেল পাপড়ি।
লাল, সিঙ্গেল পাপড়ি।
হলুদ, সিঙ্গেল পাপড়ি।
হলুদ, সিঙ্গেল পাপড়ি।
লাল, সিঙ্গেল পাপড়ি।
হলুদ, সিঙ্গেল পাপড়ি।
হলুদ, সিঙ্গেল পাপড়ি।
লাল, ডাবল পাপড়ি।
হলুদ, ডাবল পাপড়ি।
হলুদ, ডাবল পাপড়ি।
ঘাসফুলের নানান রকমের বৈশিষ্ট্য।
কিছু প্রশ্ন ও উত্তর জেনে নিন।
ঘাসফুল আমাদের দেশে গ্রীষ্মের শুরুতে রোপনের উপযুক্ত সময়।
এই ফুল বর্ষাকালে খুব বেশী পরিমানে ফোটে। তবে কম বেশী সারা বছর ফুল হয়। শীতকালে কিছু কম।
হ্যাঁ, ঘাসফুলের ডাল বা কাটিং থেকে চারা করা যায়। এভাবে অল্প গাছ থেকে অনেক বড় বাগান করা সম্ভব।